নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা সংক্রমিত এক ব্যক্তির। ওই ব্যক্তি ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে কোভিড হাসপাতালে মৃত্যু হয় তার। ওই ব্যক্তি পেশায় আইনজীবী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

এদিকে শুক্রবার পুরাতন মালদহে নতুন করে আরও ১৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির সম্প্রতি জ্বর ও গলাব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট অত্যাধিক বেড়ে যাওয়ায় তার লালারসের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ক্রমেই ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মারা যান তিনি।
আরও পড়ুনঃ দু’বার নেগেটিভ হয়েও শেষবার পজিটিভ হয়ে করোনায় মৃত্যু লালবাজারের পুলিশকর্তার
এদিকে, পুরাতন মালদহে নতুন করে আরও ১৭ জনের করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে পুর এলাকায় সংক্রামিত হয়েছেন ১৫ জন। ১৯ নম্বর ওয়ার্ডে তিনজন ও ১০ নম্বর ওয়ার্ডে দু’জন ছাড়াও ১, ৩, ৪, ৭, ৯, ১২, ১৭, ২০, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে একজন করে সংক্রামিত হয়েছেন। সংক্রামিতদের মধ্যে পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। অন্যদিকে, পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি ও মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে সংক্রামিত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584