নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতীয় যুবসমাজকে ‘সহী দেশপ্রেম’ শেখাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে অখিল ভারতীয় হিন্দু মহাসভার অবদান গডসে জ্ঞান শালা, উদ্বোধন হলো রবিবার।
গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে আগেই ‘দেশভক্ত’ তকমা দিয়েছিলেন ভুপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর, এবার তার নামে লাইব্রেরি খুলল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, দৌলতগঞ্জে অখিল ভারতীয় হিন্দু মহাসভার দপ্তরে ‘গডসে জ্ঞানশালা’-র উদ্বোধন করে তারা।
আরও পড়ুনঃ করোনা থাবায় প্রথমবার প্রথা ভেঙে কাগজ-হীন বাজেট
সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেন, দেশভাগের আসল সত্য, জাতীয় নায়কদের সম্পর্কে যাতে আজকের যুব সমাজ জানতে পারে, তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়, দেশের প্রতি যাতে তাদের দায়িত্ববোধ তৈরি হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
ভরদ্বাজের কথায়, “আমরা এই লাইব্রেরিটা খুলেছি যুব সমাজকে এটা বলতে যে কেন গডসেজি দেশভাগের বিরোধিতা করেছিলেন এবং কেন তিনি এর বিরুদ্ধে প্রতিশোধ নিলেন।”
আরও পড়ুনঃ নয়া কৃষি আইনে স্থগিতাদেশ, পর্যালোচনা কমিটির নির্দেশ সুপ্রিমকোর্টের
ভরদ্বাজের দাবি, হিন্দু মহাসভা দেশের স্বাধীনতার জন্য ত্যাগ করেছিল এবং কংগ্রেস নেহরু এবং মুসলিম লীগের প্রতিষ্টাতা জিন্নাহ্কে প্রধানমন্ত্রী করার জন্য দেশ ভাগ করেছিল। গোয়ালিয়রে অস্ত্রচালনার প্রশিক্ষণ নিয়ে পিস্তল কিনে দিল্লি গিয়েছিল গডসে গান্ধীজিকে খুনের মতলবে।
প্রথমে ব্যর্থ হলেও দ্বিতীয়বার সফল হয় সে। গডসের গান্ধীহত্যা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ভরদ্বাজ বলেন যে, দেশভাগ করেছন গান্ধী, তাই তার ফল ভুগতে হয়েছে তাঁকে। দ্বর্থহীন ভাষায় তিনি বলেন,’আমরা গডসের কাজকে সমর্থন করি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584