হস্তশিল্প মেলায় শিল্পীদের আশার আলো

0
63

সুদীপ পাল,বর্ধমানঃ

রাজ্য হস্তশিল্প মেলা শুরু হল বর্ধমানে।মন্ত্রী মলয় ঘটক বর্ধমান উৎসব ময়দানে এই মেলার উদ্বোধন করলেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন আর এক মন্ত্রী যিনি এই মেলার সভাপতিও বটেন, তিনি স্বপন দেবনাথ।এছাড়া জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।জানা যায় ১৭ দিনের এই মেলায় প্রতিদিন শিল্পীরা থাকা খরচা পাবেন এবং আসা-যাওয়ারও খরচা পাবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা এখানে এসেছেন ফলে কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে বাঁশের শিল্পকলা সবই এই মেলায় পাওয়া যাচ্ছে।

মেলার উদ্বোধন।নিজস্ব চিত্র

মন্ত্রীর দাবি ২০১৪-১৫ আর্থিক বর্ষে তিন কোটি টাকার জিনিস বিক্রি হয়েছিল।২০১৬-১৭ সালে দেখা যায় তা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৯২ হাজার টাকায়।এবারের তৃতীয় বর্ষের এই মেলায় প্রায় ১২০০ শিল্পী এখানে যোগ দিয়েছেন এবং মেলায় স্টল বসেছে ৩২টির মতো। শিল্পীদের সাথে কথা বলে জানা গেল, অন্যান্য জায়গার তুলনায় বর্ধমানের এই মেলায় বিক্রিবাটা তাঁদের ভালোই হয়। গত দুই বছরে লাভের মুখ দেখেছেন তাঁরা, আশা এবারেও হাসিমুখেই বাড়ি ফিরতে পারবেন।

আরও পড়ুনঃ রাস ঘিরে উদ্দীপনায় কাকদ্বীপ পাথরপ্রতিমায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here