নিজের পোষ্যর জীবন বাঁচাতে গভীর কুয়োতে ছোট্ট টুইংকেল

0
86

পিয়া গুপ্তা চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

করোনার তাণ্ডবে মানুষ দিশেহারা, নিজেকে বাঁচাতে প্রতিনিয়ত ঘরবন্দী ।এমনকি এই সময় খাবারের অভাবে চারিদিকে ঘুরে বেড়ানো কুকুর, বিড়াল ইত্যাদি পশুদের উপর বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ যেভাবে খাবারে বিষ মিশিয়ে কিংবা ব্লেড চালিয়ে রক্তাক্ত করছে নিরীহ পশু পাখিদের।

Little girl | newsfront.co
কুয়োয় নামছে টুইংকেল। নিজস্ব চিত্র

যার ফলে সমাজ থেকে সুস্থ চেতনা যেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। তার ফলে এই সব ছবি ,ভিডিও স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।কিন্তু এই ঘটনার পাশাপাশি মন ভালো করা খবর ও থাকে। এখনও এমন অনেক মানুষ আছেন যারা রক্তাক্ত আহত কুকুরদের সেবা করেন।

Twinkle | newsfront.co
বাবার সাথে টুইংকেল। নিজস্ব চিত্র

এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করেই পোষ্যকে বাঁচাতে ছুটে যান। সংখ্যাটা কম হলেও সুস্থ চেতনার এমন মানুষ ও চোখে পড়ে রাস্তাঘাটে। তাই এমনই ঘটনার সাক্ষী থাকলো কালিয়াগঞ্জ এর শান্তি কলোনি।

আরও পড়ুনঃ চন্দ্রকোনা ১নং ব্লকের কৃষ্ণপুর বাজার বন্ধ করল পুলিশ

pet | newsfront.co
কোলে নিয়ে আদরের পোষ্য। নিজস্ব চিত্র

নিজের প্রাণকে বিপন্ন করে ছোট্ট একটি শিশু যেখানে নিজের বিড়াল ছানাকে উদ্ধার করে। নিজের জীবনের ঝুঁকির পরোয়া না করেই, ঠাণ্ডায় কুয়োর জল থেকে রীতিমতো হাবুডুবু খাওয়া বিড়াল ছানাকে উদ্ধার করে বারো বছরের ছোট্ট টুইংকেল।

আরও পড়ুনঃ লকডাউনে চৈত্রসেলের কথা ভুলে, হকাররা মাস্ক বিক্রি করছেন রায়গঞ্জ শহরে

জীবনের ঝুঁকি নিয়ে এই সময় কুয়োয় নেমে নিজের প্রিয় বিড়াল ছানাকে বাঁচালেন কালিয়াগঞ্জ এর শান্তি কলোনির বাসিন্দা ছোট্ট টুইংকেল। যার ডাক নাম সাইনি সিংহ। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে ভাইরাল সেই ছোট্ট টুইংকেল। আর তার পরেই ছোট্ট টুইংকেলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে পশুপ্রেমীরা। সকলেই কুর্নিশ জানালেন অসীম সাহসী এই ছোট্ট টুইংকেলকে।

সোশ্যাল মিডিয়ায় টুইংকেল এর বাবা বিশাল সিংহ মেয়ের সাহসিকতার কয়েকটি ছবি পোস্ট করেন। নিজের ছোট্ট পোষ্যকে বাঁচাতে ২০ ফিট গভীর কুয়োতে নামতে কিন্তু বিন্দুমাত্র ভয় পায়নি টুইংকেল। ছবিতে দেখা যায় নিজের শরীরের শুধুমাত্র একটা কাপড় বেঁধে ক্রমশ জলের দিকে নামতে থাকে টুইংকেল।

অপরদিকে সেই কাপড় শক্ত করে ধরে থাকে তার বাবা ও তার পরিবারের লোকেরা। ভয়ে ছোট্ট সেই বিড়ালছানা হয়তো ভেবেছিল তার জীবনটা হয়তো এখানেই শেষ। কিন্তু পরী হয়েই সেই ছোট্ট মেয়েটি বাঁচিয়ে ফেলে তার প্রিয় ছানাকে।

স্থানীয় সূত্রে জানা যায় দূর্ঘটনাবশত বাড়ির কুয়োতে পরে গিয়েছিল বিড়াল ছানাটি। সকলেই দেখতে পারে তাকে সবাই বাঁচানোর চেষ্টা করল ও কুয়োতে নামা সকলের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। সেই সময় নিজের ছোট্ট বিড়াল ছানাকে বাঁচাতে নিজেই কুয়োতে নামতে রাজি হয়ে যায় টুইংকেল।

এমনকি নিমিষেই অনাবিল আনন্দ নিয়ে শত সংগ্রাম করে অবশেষে ফিরিয়ে আনে সে ছোট্ট ছানার জীবন। এই ঘটনায় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ছোট্ট টুইংকেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here