Covid19: করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ কিছু রাজ্যে, মত আইসিএমআর-এর

0
29

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশের যেসব রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ তেমন ভয়াবহ আকারে দেখা যায়নি সেইসব রাজ্যগুলিতেও সম্প্রতি বাড়ছে করোনা সংক্রমণ। সেটিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ বলে জানালেন আইসিএমআর-এর ডঃ সমীরণ পাণ্ডা। এ প্রসঙ্গে তাঁর মত, রাজ্যওয়াড়ি নজরদারি গুরুত্বপূর্ণ কারণ সংক্রমণের মাত্রা সব রাজ্যে এক নয়।

covid test
ছবিঃ ইন্ডিয়া টুডে

তিনি জানান, দিল্লি এবং মহারাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে অনেক রাজ্যই কোভিড বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধির সাথে সাথে বাড়াচ্ছে টিকাকরণও। ফলত, বেশ কিছু রাজ্যে সংক্রমণ তেমন তীব্র হতে পারেনি তবে কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি তৃতীয় ঢেউয়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তাঁর পরামর্শ, প্রতিটি রাজ্যের উচিত প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য রেখে তৃতীয় ঢেউ মোকাবিলার নীল নক্সা প্রস্তুত করা।

আরও পড়ুনঃ সম্প্রতি আধারের দুটি জরুরি পরিষেবা বন্ধ করে দিল ইউআইডিএআই

স্কুল খোলার ক্ষেত্রে তাঁর মত, তাড়াহুড়ো করা উচিত নয়। চতুর্থ ন্যাশনাল সেরোসার্ভে রিপোর্ট অনুযায়ী, দেশের ৫০ শতাংশেরও বেশি শিশু ইতিমধ্যেই কোভিডে সংক্রমিত হয়েছে। সঠিক প্রস্তুতি নিয়ে শিক্ষক, অভিভাবক, স্টাফ, বাস চালক এবং কন্ডাক্টরদের টিকাকরণ সম্পূর্ণ করা উচিত।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার! সুপ্রিম কোর্টে একসাথে শপথ নিলেন নবনিযুক্ত ৯ জন বিচারপতি

স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের তথ্য অনুযায়ী দেশে সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। যা গত ২৪ ঘণ্টার তুলনায় সংখ্যায় ১১ হাজার কম। কমেছে মৃত্যুর সংখ্যাও, গত ২৪ ঘণ্টায় কোভিডের জেরে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ২৭৫ জন। তবে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা,যা চিকিতসকদের চিন্তায় রাখছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here