নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায়। খুন করে সম্বিত ফেরে ঘাতক স্বামীর। তিনি তৎক্ষনাৎ ছুটে যান স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির বাড়িতে। তাঁর কাছে নিজের দোষ কবুল করে বাড়ি ফিরে আসে অভিযুক্ত। পরে পুলিশ এসে দেখে, অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্ত্রী খুনে অভিযুক্ত ব্যাক্তির নাম অনুপ বেরা(৩৫)। তাঁর স্ত্রীর নাম করুণা বেরা (২৮) বছর। তাঁরা পটাশপুরের অমর্ষির কসবা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দুটি সন্তান রয়েছে যাদের বয়স যথাক্রমে ৪ ও আড়াই বছর।
আরও পড়ুনঃ দমকলকর্মী দেবনারায়ণের মৃত্যুতে সাসপেন্ড স্টেশন অফিসার, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ
স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুর নাগাদ ওই দম্পতির মধ্যে তুমুল বাগবিতন্ডা চলছিল। সেই সময়ই ওই ব্যক্তি তাঁর স্ত্রীর গলায় ধারালো বঁটির কোপ বসিয়ে দেয়। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ এসে মৃত দম্পতির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কী কারণে এমন ঘটনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584