নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড বিট অফিসের কাদরা এলাকায়। মৃত যুবকের নাম পিটু মহাদণ্ড (২৭)। এলাকার বাসিন্দা পিটু মহাদণ্ড নামে এক যুবক রবিবার স্থানীয় পুকুরে মাছ ধরতে যায়। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকেরা তাকে খুঁজে না পেয়ে চন্দ্রকোনা রোড বিট অফিস পুলিশের কাছে গিয়ে জানায়।
সোমবার সকালে কাদরা গ্রামের একটি পুকুরে পিটু মহাদণ্ড নামে ওই যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ কর্মীরা। তারা মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান।ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ রবিবার রাতের বৃষ্টিতে ভেসে গেল বাঁশের সাঁকো
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের গভীর জলে ওই যুবক তলিয়ে যায়। যার ফলে সে আর পুকুর থেকে উঠতে না পারার ফলে সম্ভবত জলে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584