সামসেরগঞ্জে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণের চেষ্টা

0
47

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

টিউশন সেরে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল । রবিবার সকাল দশটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো সামসেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কলেজ ছাত্রীর বাবা।

woman | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এদিন নিজ বাড়ি সামসেরগঞ্জের পূর্ব দেবিদাসপুর গ্রাম থেকে টিউশন পড়তে পুরাতন ডাকবাংলা এসেছিলেন ডিএন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী । অভিযোগ, সকাল দশটা নাগাদ টিউশন সেরে বাড়ি ফেরার জন্য বের হতেই তাকে অপহরণের চেষ্টা করে ব্লকেরই উত্তর মহম্মদপুর গ্রামের যুবক রিটন আলী। এমনকি হুমকিও দেওয়া হয়। কোনোরকমে যুবতী তার কাছ থেকে ছুটে পালিয়ে এলেও কেড়ে নেওয়া হয় তার ব্যাগ। অন্যান্য সহপাঠিদের বিষয়টি বলতেই শিক্ষক ও পরিবারকে নিয়ে থানায় ছুটে যায় সে।

আরও পড়ুনঃ সাংসদ তহবিলের টাকাও তছরুপ করেছে জেলা প্রশাসন, বুনিয়াদপুরে অভিযোগ সায়ন্তনের

ছাত্রীর বাবার অভিযোগ, মেয়েকে মাঝেমধ্যেই কটূক্তি এমনকি ইভটিজিং করতো অভিযুক্ত ওই যুবক। একাধিকবার সচেতনও করা হয়েছে। কিন্তু আজ মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল সে। আমরা থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সম্ভবত প্রেম ঘটিত। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে অপহরণ করার চেষ্টা করেছিল। পুলিশ তদন্ত করে দেখছে গোটা বিষয় টা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here