নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রেমিকাকে চমক দিতে প্রচুর মোমবাতি জ্বালিয়ে বেলুন দিয়ে অ্যাপার্টমেন্ট সাজিয়েছিলেন সাউথ ইয়র্কশায়ার নিবাসী এক ব্রিটিশ ব্যক্তি। সঙ্গে ছিল ওয়াইনও। তখন কী আর তিনি জানতেন যে সেই মোমবাতির আগুনেই পুড়বে তাঁর ঘর! হ্যাঁ। যা ভাবছেন ঠিক তেমনটাই হয়েছে। বান্ধবীকে শখানেকেরও বেশি মোমবাতি জ্বালিয়ে প্রেমের প্রস্তাব দিতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন প্রেমিক।
সাউথ ইয়র্কশায়ার নিবাসী ওই ব্রিটিশ ব্যক্তি ঠিক করেছিলেন একেবারে ফিল্মি কায়দায় বান্ধবীকে প্রেম প্রস্তাব দেবেন। তাই বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগেই নিজের অ্যাপার্টমেন্টে প্রচুর মোমবাতি জ্বালিয়ে, বেলুন লাগিয়ে ওয়াইন ভরে চমক দেওয়ার মতো সব প্রস্তুতি সেরে রেখেছিলেন। কিন্তু নিজেই যে এভাবে চমকে যাবেন তা ভাবেননি তিনি। কারণ বান্ধবীকে নিয়ে বাড়ি আসার পর দেখলেন যে তাঁর অ্যাপার্টমেন্টটি দাউদাউ করে আগুন জ্বলছে।
সাউথ ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মতে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে গাড়ি করে নিজের বাড়িতে নিয়ে আসার পর দেখেন যে তাঁর ঘরে আগুন লেগেছে। আসলে তিনি যেখানে মোমবাতি জ্বালিয়ে রেখে গেছিলেন তাঁর কাছেই একটি টেবিল ল্যাম্পও জ্বালিয়ে রেখে গেছিলেন। তার ফলে আগুন লেগে যায় তাঁর ঘরে।
আরও পড়ুনঃ টেক্সাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন বাঙালি মহিলা গবেষক
জানা গেছে, দমকলের ৩টি ইঞ্জিনের তৎপরতায় ওই আগুনে নেভানো সম্ভব হয়। যদিও তার মধ্যেই ওই ব্যক্তির ঘরের প্রায় সব আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়। তবে কেউ আহত হন নি। এরপর মুহূর্তের মধ্যে ওই অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া আসবাবপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া এই ছবি নিয়ে মশকরা করতে ছাড়েনি নেটিজেনরা। এতকিছুর পর ছেলেটি বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে তাতে সম্মতি দেন ও বিয়ের প্রস্তাবেও “হ্যাঁ” বলে দেন। এটাই খুশির খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584