নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার গোটা রাজ্য জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দেয় বিজেপি। সেই কারণে এদিন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এরপর মিছিলটি জংশন থেকে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছাতেই তাদের আটকে দেয় পুলিশ। রাস্তার উপরেই বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা।
এরপর শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহকুমাশাসককে একটি স্মারকলিপি দেয়। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,” আজকে এই কর্মসূচির জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি।
পুলিশ প্রশাসনকে রাজ্য সরকার কাঠের পুতুল হিসেবে ব্যবহার করছে।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে,” যদি কেউ বিজেপিতে যোগদান করে তাহলে তার উপরে মিথ্যা মামলা দিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এমন মার দেওয়া হচ্ছে তার পরের দিন তার মৃত্যু হচ্ছে ।
আরও পড়ুনঃ উদাসীন প্রশাসন! ভাঙনের গ্রাসে সর্বহারা সামশেরগঞ্জ
গোটা পশ্চিমবঙ্গে যদি কেউ জয় শ্রী রাম শ্লোগান দেয় তাহলে তাকে হত্যা করা হচ্ছে। তাহলে আমরা কি পাকিস্তানে রয়েছি ? এটা কি তালিবানি সরকার চলছে ? এই ধরণের সরকার কে খুব দ্রুত বরখাস্ত করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584