নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নিরাপত্তারক্ষী ও মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথম সভা করলেন।
রবিবার স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রণজিত কুমার বয়ালের স্মরণ সভা অনুষ্ঠিত হয় মহিষাদল রাজবাড়ীর ছোলা বাড়ির মাঠে।
এই স্মরণ সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তার অনুগামীদের ও এলাকাবাসীর মধ্যে কি বার্তা দেন সেই দিকেই কার্যত কান খাড়া করে রেখেছিলেন রাজনৈতিক বিশ্লেষণ কারীরা।
তবে ব্রিটিশ শাসন ও তাম্রলিপ্ত সরকারের সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রণজিত কুমার বয়ালের সম্বন্ধে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন বিধায়ক শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়ায় তৃণমূলের সভায় অনেক নেতাই অনুপস্থিত
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে অভিভাবক বলে সম্বোধন জানান তাকে, তবে এই স্বরণসভা তে উপচে পড়ে ছিল ভিড়, অনুগামীদের উপস্থিতি ছিল বিশাল।
মঞ্চে উঠতেই দাদার অনুগামী অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584