গুলজারের জন্মদিনে বাংলার শিল্পীদের অনন্য উপহার

0
58

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আজ গুলজার জি’র জন্মদিন। জন্মদিনে জীবন্ত কিংবদন্তিকে অনন্য উপহার দিলেন বিশিষ্ট বাচিক শিল্পী রাজা দাস, চলচ্চিত্র নির্মাতা রঞ্জয় রায়চৌধুরী, পৃথা চক্রবর্তী, সুরকার আশু চক্রবর্তীর মতো বাংলার বিশিষ্ট শিল্পীরা।
গুলজারের সঙ্গে এই শহরের ঘনিষ্ঠ যোগাযোগের কথা আমরা সকলেই জানি। রঞ্জয়, পৃথার নির্দেশনায়, আশুর সঙ্গীত নির্দেশনায়, রাজার পাঠে গুলজার নির্মিত শায়েরির বাংলা অনুবাদ সম্বলিত একটি মিউজিক্যাল ভিডিও আজ ১৮ অগাস্ট গুলজারের জন্মদিনে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হল।

Gulzar | newsfront.co
কোলাজ চিত্র

কিংবদন্তির ভক্তদের এটি একটি ছোট্ট প্রচেষ্টা। গুলজারের লেখাগুলি যেমন ‘ম্যায় কুছ কুছ ভুলতা যাতা হুঁ’, ‘মুঝকো ভি এক তর্কিব শিখা দো’ বা ‘ইয়াদ হ্যায়, রোজ মেরে মেজ পে বৈঠে বৈঠে’ এই শায়েরিগুলি বাংলাতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

রাজা জানান- “গুলজারের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। না শুধু আমার নয়, সবার। তাঁর লেখার সঙ্গে আমরা প্রতিটি মুহূর্তকে চিনতে শিখি! আর সেইজন্য তাঁকে ব্যক্তিগতভাবে না চিনলেও, তাঁর কাছে ধরা দিয়ে ফেলি। ছোটবেলা থেকে যত দেখেছি তাঁকে, মুগ্ধ হয়েছি, এবং একইভাবে ক্রমাগত কাছে আসা শুরু করেছি, তা গুলজারের বলা হোক কিংবা গুলজারের নির্দেশনা হোক।

আরও পড়ুনঃ টেলি সঞ্চালনায় আবির

যখন বড় হলাম, কবিতা বলতে শুরু করলাম, তখন খুব ইচ্ছে ছিল গুলজারের লেখা যদি কখনো বলতে পারি! আমার বন্ধু পীযূষ, দিল্লিতে থাকে। ও অনুবাদ করল গুলজারের বেশ কিছু লেখা। সেগুলো বলতে খুব ইচ্ছে করে। এই সময়ের অন্যতম একজন সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তীকে পুরো পরিকল্পনাটা বলি, যদি কিছু করা যায়। সেও একইরকমভাবে গুলজারের ভক্ত। আবহ সৃষ্টি হল।

আরও পড়ুনঃ ‘ঠিকানা’ গড়ছেন ঋদ্ধি সেন

রণজয় আর.সি একজন দারুণ নির্দেশক এবং চিত্রগ্রাহক। ও শুরু করল কাজ। দৃশ্য নির্মাণ হল। পৃথা চক্রবর্তী অন্যতম একজন নির্দেশক এবং সম্পাদক। তিনিই সম্পাদনার কাজ সম্পন্ন করলেন। সব মিলিয়ে তৈরি হলো একটা কিছু। গুলজারের জন্মদিনে আমাদের এই প্রয়াসটুকু যদি সকলের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে।

গুলজারের লেখা, যেমন ‘মে কুছ কুছ ভুলতা যাতা হুঁ, মুঝকো ভি এক্ তারকিফ্ শিখা দো’ বা ‘ইয়াদ হে, রোজ্ মেরে মেস পে ব্যায়ঠে ব্যায়ঠে’ -এইরকমই বেশ কিছু শায়েরিকে আমরা বাংলায় তুলে ধরবার চেষ্টা করেছি।
গুলজার তো আমার কাছে এক জ্যোতিষ্ক, যিনি কিনা তীব্র অন্ধকারের মধ্যেও আলো জ্বেলে দেবেন আমাদের সকলের মনে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here