সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
আগুনে ভস্মীভূত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়। অগ্নিকাণ্ডে এর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা । শনিবার ঘটনাটি ঘটেছে উস্তি থানার শিরাকোল এলাকায়।জানা গেছে, বেশ কিছুদিন ধরে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি বেসরকারি কার্যালয় তালা বন্ধ হয়ে পড়েছিল।
শনিবার দুপুর বারোটা নাগাদ সেখান থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে তড়িঘড়ি বাসিন্দারা খবর দেন উস্তি থানায়।
আরও পড়ুনঃ লকডাউনেও সোনামুখী বনাঞ্চলে ভয়াবহ আগুন, চোরা শিকারীদের কাজ অনুমান বনদফতরের
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও ঘটনাস্থলে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।তবে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ ।
যদিও এ বিষয়ে সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস মোল্লার, ছেলে আব্দুর রহিম মোল্লা শিরাকোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাশাপাশি এই কার্যালয় কি কারণে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এছাড়াও এই অগ্নিকাণ্ড নিছকই দূর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ ।তবে এইভাবে বেসরকারি প্রতিষ্ঠান অফিসে আগুন লাগার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584