অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে চাওয়ায় বৃদ্ধকে পুলিশি হেনস্থার অভিযোগ পর্ণশ্রীতে

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাড়ির পাশে ঢালাও মদ্যপানের প্রতিবাদের সুবিচারের আশায় থানার দ্বারস্থ হয়েছিলেন ৮৩ বছরের এক বৃদ্ধ। কিন্তু অভিযোগ, ডিউটি অফিসার না থাকার কথা বলে রাত ১২ টা থেকে ১ টা পর্যন্ত ওই বৃদ্ধকে থানার বাইরে বসে রাখা হয়। এদিকে নাইট রাউন্ড শেষে থানার বড়বাবু এসে এই কান্ড দেখার পর ধমক খেয়ে মামলা দেখলেন সেই ডিউটি অফিসারই।

couple | newsfront.co
বৃদ্ধ দম্পতি ৷ নিজস্ব চিত্র

যদিও কি কারণে বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছিল, তার কোনও ব্যাখ্যা দিতে চাননি ওই অফিসার।রবিবার রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পর্ণশ্রী থানায়।৩৯৭এ পর্ণশ্রী পল্লির বাসিন্দা ৮৬ বছরের বৃদ্ধ প্রলয়কান্তি সরকার, ৮৩ বছরের বৃদ্ধা ইলা সরকার ও ৫০ বছরের ছেলে প্রবালকান্তি সরকারের সঙ্গে।অভিযোগ, বাড়ির ঠিক পাশে ঢালাও মদ্যপানের আসর বসেছিল। বার বার বারণ করলেও চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ আর খিস্তিখেউড় ই করা হয়েছিল।

আরও পড়ুনঃ মধ্যরাতে ডালহৌসি পাড়ার বহুতলে আগুন, ভস্মীভূত একাধিক দোকান-অফিস

এই ঘটনায় অনেকক্ষণ ধরেই বিব্রত ও অসুস্থ বোধ করতে শুরু করেন বৃদ্ধ দম্পতি। ক্ষীণ দৃষ্টিশক্তি, শরীরে ক্যাথিডার লাগানো অবস্থায় জানলা দিয়ে প্রথমে প্রতিবাদ করেন বাবা প্রলয়কান্তি সরকার। কিন্তু পাল্টা হুমকিতে চুপ করে যান তিনি। এরপরই মা ইলা সরকার ও ছেলে প্রবালকান্তি সরকার প্রতিবাদ করলে শুরু হয়ে যায় একদল মদ্যপের তাণ্ডব। অভিযোগ, গ্রিলের দরজায় উপর্যুপরি লাথি, ঘুষি পড়তে থাকে।

আতঙ্কিত হয়ে থানায় ফোন করেন প্রবলবাবু। কিন্তু কেউ ফোন তোলেননি বলে অভিযোগ। এরপর বাধ্য হয় ১০০ ডায়াল করেন। কিন্তু তাতেও থানা থেকে পাঠিয়ে দেওয়া হয় রাতে টহলরত পুলিশকে। অভিযোগ, তারা এসে ঘুরে যাওয়ার পরেই ফের মদ্যপদের তাণ্ডব শুরু হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করায় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ

উপায়ান্তর না দেখে রাত ১২ টা নাগাদ ছেলের সঙ্গে বাইকে থানায় পৌঁছায় গোটা পরিবার। কিন্তু সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় গোটা পরিবারকে। শেষে বড়বাবুর ধমকে অভিযোগ নেওয়া হলেও আদৌ সুবিচার জুটবে, না কি ফের পরে ওই মদ্যপদের হামলার মুখে পড়তে হবে, আপাতত এই আশঙ্কায় রয়েছে গোটা পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here