বাংলাদেশের পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করায় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ

0
68

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার বাংলাদেশের এক ভিডিও কলকাতার বলে টুইট করে বিতর্কে জড়ালেন ভুল তথ্য প্রচার ও ভুয়ো খবর ছড়াতে সিদ্ধহস্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ। জানা গিয়েছে টুইট করা ওই ভিডিও বাংলাদেশের বছর তিনেক আগের ভিডিও।

Fake news | newsfront.co
ফেক নিউজ সতর্কীকরণ। ছবিঃ কলকাতা পুলিশের টুইটার

ভিডিওতে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মুসলিম ধর্মালম্বী মানুষ বাংলাদেশের রাজপথ জুড়ে হেঁটে চলেছেন। আবহে বাজছে ‘ইসলাম জিন্দাবাদ’ নামে একটি গান, সবাই তাতে গলা মেলাচ্ছেন। এবার বাংলাদেশের এই মায়ানমার-বিরোধী মিছিলের ভিডিওই কলকাতার বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তারেক ফাতাহ। পরে অবশ্য সেটি মুছেও দিয়েছেন তিনি।

ওই টুইটে তিনি লিখেছিলেন, ‘এটা করাচি, কাশ্মীর বা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে।’

আরও পড়ুনঃ শুনানির স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিপাকে আইনজীবী

শুক্রবার সকাল ৬টা ৪৮ মিনিটে পোস্ট করা এই টুইট দুপুর ১২ টা পর্যন্ত দেখা হয়েছে ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি বার। লাইক পড়েছে প্রায় ১১,৪০০। এটি কলকাতার নয়, বাংলাদেশের ভিডিও তা লিখে অনেকেই পোস্টের নীচে মন্তব্য করে তারেক ফাতাহকে অবগত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরে চাপের মুখে পরে পোস্টটি মুছে দেন তিনি।

বিষয়টি নজরে আসার পরই কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়ো এবং সাম্প্রদায়িক হিংসা জড়িত টুইটের স্ক্রিনশট পোস্ট করে পাল্টা টুইট করা হয়েছে। ‘বাংলাদেশের এই ভিডিওটি কলকাতার বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে।’ এমনটাই লেখা আছে কলকাতা পুলিশের ওই টুইটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here