নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা যুদ্ধে সৈনিকের ভূমিকা পালন করে চলেছেন চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মীরা। এই যুদ্ধে কেবলমাত্র স্বাস্থ্য কর্মীদের কথা ভেবেই বাংলা গ্রাম থেকে দুটি ওয়াশিং মেশিন স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যেই দেওয়া হয়।জানা যায়, গত ২৫ শে মার্চ বাংলা গ্রামের বাসিন্দা নীলাংশু মিশ্রের পুত্র সন্তানের এক বছর পূর্ণ হয়।
কিন্তু লকডাউনের জন্য জন্মদিন করে ওঠা সম্ভব হয়নি। তাই স্বাস্থ্য কর্মীদের সম্মান জানাতে নিজের পুত্রের জন্মদিনের টাকা বাঁচিয়ে একটি ওয়াশিং মেশিন স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে প্রদান করেন নীলাংশু বাবু। পাশাপাশি একই ভাবে জেলা শাসকের হাতে আর একটি ওয়াশিং মেশিন তুলে দেন মুক্তাকেশি পুজো কমিটির সভাপতি অচিন্ত্য মিশ্র।
আরও পড়ুনঃ সচেতনতার জন্য জীবন ঝুঁকি নেওয়া কর্মীদের সামগ্রী প্রদানে রায়গঞ্জের পঞ্চায়েত
যদিও এ বিষয়ে সভাপতি জানান, “আমরা জানি এই মুহূর্তে পৃথিবী ব্যাপী যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মূল সৈনিক হচ্ছে চিকিৎসক- নার্স সহ স্বাস্থ্যকর্মীরা । তাই আমরা তাঁদের কথা ভেবে সামান্য এই উপহারটি তুলে দিয়ে, নিজেদেরকেও এই যুদ্ধে শামিল হওয়ার প্রচেষ্টা করেছি মাত্র।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584