সংক্রমণ রুখতে এবার পথ লিখনের মাধ্যমে বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার

0
127

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কোভিড-১৯ এর থাবা থেকে দেশের মানুষকে বাঁচাতে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ওই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে জোরদার প্রচার শুরু করা হলেও কোনো ভাবেই যেন ঘুম ভাঙছে না মানুষের।

street writing | newsfront.co
পথ লিখন। নিজস্ব চিত্র

সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, প্রতিদিন দিনের আলো ফুটতেই রসদ সংগ্রহের অছিলায় শহরে কিংবা গ্রামের বাজার গুলিতে হামলে পড়ছে অবুঝ ক্রেতা। তবে পুলিশের নরম-গরমের টোটকাতেও কাজের কাজ হচ্ছে না। এবার মানুষকে সচেতন করতে একেবারে রাজপথে নেমে এলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

awareness | newsfront.co
জনগনকে সচেতনতা বার্তা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাওবাদী মােকাবিলায় বন্দুক ধরা হাতেই করােনা রুখতে তৈরি হচ্ছে মাস্ক

জেলার অন্যতম বড় ও চা বাগান অধ্যুষিত ব্লক কালচিনির চারটি গুরুত্বপূর্ণ জনপদ কালচিনি, হ্যামিলটনগঞ্জ, হাসিমারা ও জয়গাঁয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা রাত জেগে পথ লিখলেন মধ্যে দিয়ে ফুটে উঠেছে করোনা সচেতনতা নিয়ে বিভিন্ন বার্তা।

Tusar Chakraborty | newsfront.co
তুষার চক্রবর্তী, জেনারেল ম্যানেজার, স্বেচ্ছাসেবী সংস্থা, কালচিনি। নিজস্ব চিত্র

এই লিখনের মাধ্যমে ওই রোগের উপসর্গ থেকে শুরু করে কি কি করণীয় সবটাই নিয়ে কয়েক কিলো মিটার রাজপথ জুড়ে লেখা হয়েছে নানান ধরনের রঙবে রঙের বার্তা।

যদিও এই পথ লিখনের মধ্যে দিয়ে সংস্থা আশাবাদী যে এর ফলে মানুষের হুঁশ অনেকটাই ফেরানো সম্ভব হবে। আর যদি তা হয়, তবে তা আখেরে রক্ষা করবে আপামোর কালচিনিবাসীকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here