নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে আপাতত দেওয়াল লেখার কাজ নেই। তাই সাধারন মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন রায়গঞ্জের কর্নজোড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ রায় নামে এক শিল্পী৷ যদিও তাঁর কাজ দেওয়াল লিখন । কিন্তু লকডাউনের ফলে কাজ না থাকার কারণে, দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেন তিনি।

মূলত করোনা আবহে লকডাউন নিয়ে জেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করলেও তা মানছেন না অনেকে। তাই নিজের উদ্যোগে কমলাবাড়ি-এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন দেওয়ালে লকডাউন মেনে চলার বার্তা দিয়ে দেওয়াল লিখন করছেন শিল্পী।
আরও পড়ুনঃ লকডাউনে সাধারণ মানুষকে ঘরবন্দি করতে অভিনব উদ্যোগ বীরভূম জেলা পুলিশের
যদিও এদিন শিল্পী বলেন, “আমার কাজ মূলত দেওয়াল লিখন করা। কিন্তু লকডাউনে কাজ না থাকার ফলে, মানুষকে সচেতন করতে আমি গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখে বেড়াচ্ছি । এমনকি করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মানুষকে লকডাউন মেনে ঘরে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করছি ৷ পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক যেন ব্যবহার করে জনসাধারণ, তাই দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাইছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584