সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বে ব্যাহত জনজীবন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত স্তরেও অনেক মানুষ এগিয়ে এসেছেন। আর তাই করোনা সতর্কতায় এবার রাস্তায় ছবি আঁকছেন উখড়ার শিল্পী অশোক সূত্রধর। এর আগেও জনগনকে সচেতন করার জন্য দুর্গাপুরের রাস্তায় ছবি এঁকেছিলেন এক নেতা।
উল্লেখ্য, দুর্গাপুরের একাধিক জায়গায় প্রশাসনের উদ্যোগে পুলিশ, দমকল কর্মীরা অনেকবারই মানুষকে গানের মাধ্যমে সচেতন করছেন। যদিও এত সচেতন করেও বাড়ির বাইরে বেড়িয়ে পড়ছেন বাসিন্দাদের একাংশ। তবে পুলিশের কড়া নজরদারিতে তা কিছুটা কমেছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। একই সাথে প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি পাড়া ইতিমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ মৃত্যুর হাত থেকে বাঁচাতে সচেতন করে বাড়ি পাঠালেন যমরাজ
রাজ্যে আসা এই মারণ ভাইরাস রুখতে সকলেই বদ্ধপরিকর। এর পাশাপাশি অশোকবাবু জানান, ‘অনেকেই সরকারি নির্দেশিকা না মেনে হাটে-বাজারে ভিড় করছেন। অনেকে অকারণে বাড়ির বাইরে ঘুরছেন। তাই এবার রং-তুলির সাহায্যে সচেতনতা প্রচার করছি।’ এদিন অশোক বাবুর এই পথ চিত্রের উদ্যোগ দেখে খুশি এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584