নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জন্ম থেকেই পঙ্গু। হাতে ভর করে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে এখন দূর শিক্ষায় কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ছেন বাসারাতে রামাজান। সংসারের নিত্য সঙ্গী অভাব। সেটা নিয়েই চলছে জীবনযুদ্ধ। মনের সেই শক্তিতেই এ বার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ওই যুবক।
সব সময়ের ভরসা ট্রাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন তিনি। ঘুরছেন গ্রামে গ্রামে। কেউ অভাবে, অর্ধাহার-অনাহারে রয়েছেন শুনেই যাচ্ছেন তাঁদের পাশে, দিচ্ছেন খাদ্যসামগ্রী। আবার অসহায় কারও হাতে পৌঁছে দিচ্ছেন ওষুধ। এই লড়াইয়ের জন্য সাত জনের দলও গড়েছেন তিনি।
আরও পড়ুনঃ কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে ভাবতার একদল যুবক
চাকুলিয়ার হাসপাতাল পাড়ার বাড়ির সামনে ছোট দোকানে কম্পিউটার নিয়ে বসেন। ইন্টারনেটে কেউ কাজ করতে এলে তা থেকে যৎসামান্য আয়। মাসে এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পান। কিছু জমানো টাকাও ছিল। সেই সঞ্চয় ভেঙেই লকডাউনে অসহায় দুঃস্থদের খাদ্যসামগ্রী বিলি করছেন তিনি। গোয়ালপোখরের বিডিও কানাইয়াকুমার রায় বলেন, ‘‘এমন মানসিকতা সত্যিই দৃষ্টান্ত।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584