নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা উপভোগ করলেন বিদ্যাসাগর হলের দর্শকরা।মেদিনীপুর সাংস্কৃতিক সংস্থা গীতিছন্দের উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল শাস্ত্রীয় ও লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার অধ্যক্ষ সঙ্গীত শিল্পী সুনীল বেরা ও উপস্থিত অন্যান্য গুণীজনেরা।উদ্বোধনী সংগীত হিসেবে বাংলা খেয়াল পরিবেশন করেন অদ্রিজা পড়িয়া,তাপসী পান্ডে,স্বপ্নদীপ পতি।
গীতিছন্দ সংস্থার ছাত্র-ছাত্রীরা শ্রাস্ত্রীয় ও লঘু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন,যার অনেকগুলি সুনীল বেরার নিজের কথা ও সুরে। প্রখ্যাত তবলাবাদক শ্যামল কাঞ্জিলাল তাঁর তবলা লহরিতে মুগ্ধ করলেন শ্রোতাদের।দুরদর্শন ও বেতার শিল্পী কৌশিক ভট্টাচার্য্যের অনবদ্য সঙ্গীত পরিবেশন সকলকে মোহিত করে।সুনীল বেরার একক সঙ্গীত পরিবেশনাও ছিল হৃদয়গ্রাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হারমোনিয়াম বাদক পিন্টু রায়,বিশিষ্ট তবলা বাদক কানন পড়িয়া,অনুষ্ঠানের আহ্বায়ক দেবজিৎ দাস সহ অন্যান্য গুণীজনরা।সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন সুনীল বেরা।এই মোনোগ্রাহী সঙ্গীতসন্ধ্যা সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোম চক্রবর্তী।
আরও পড়ুনঃ ক্ষেত নদী উৎসবকে কেন্দ্র করে তীর নিক্ষেপ প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584