শ্যামল রায়, কলকাতাঃ
‘বাংলা রাইটার্স ফোরাম’ -এর উদ্যোগে ‘মফস্বল বাংলা কবিতা অ্যাকাডেমী’ ও ‘লেখালেখি’ সাহিত্য পত্রিকার ব্যবস্থাপনায় শুক্রবার শিয়ালদহ সূর্যসেন স্ট্রীটে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল ‘এসো কবিতা লিখি’ ও ‘আবৃত্তি শিখি’ কর্মশালা।

সারাদিন ব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রবীণ কবি শৈলেন্দ্রনাথ চক্রবর্তী। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ও কবি সুনীল মুখোপাধ্যায়, বাচিক শিল্পী পূরবী রায় ও বাচিক শিল্পী শিবাজি চৌধুরী ও কবি শিবশঙ্কর বক্সী।
কবিতা লেখা ও আবৃত্তি শেখার এই কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক, কবি ও সাংবাদিক শ্যামল রায়। তিনি বলেন যে এই কর্মশালার উদ্দেশ্য হল কবিতার উৎকর্ষতা বৃদ্ধির নানারকম প্রক্রিয়া সম্পর্কে আলোচনার পরিবেশ তৈরি করা। সেই সাথে কবিতা লেখার প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সিএএ সমর্থনে পাল্টা প্রচারে বিজেপি
কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নদীয়ার কবি হরেন্দ্রনাথ গোস্বামী, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নানক নাথ এবং তৃতীয় স্থানে রয়েছেন কবি ঝর্ণা ভট্টাচার্য।
অন্যদিকে, কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছেন বাচিক শিল্পী রানু রায়, দ্বিতীয় নানক নাথ এবং তৃতীয় স্থান পেয়েছেন সরস্বতী অধিকারী।
আরও পড়ুনঃ দুঃস্থদের কম্বল বিতরণ, বনভোজন
পুরস্কৃত কবিদের হাতে একটি স্মারক ও একটি শংসাপত্র তুলে দেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু ও সাংবাদিক শ্যামল রায়
এই কবিতা উৎসবে শতাধিক কবি, সংগীত শিল্পী ও বাচিক শিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুজাতা বক্সী , শ্রাবণী ঘোষ ,সুস্মিতা ধর ও মৌসুমী মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584