নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রায় দশ ফুট দীর্ঘ একটি বিষাক্ত খরিস সাপ উদ্ধার করল বন দফতর। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বরদা বিশালাক্ষী মন্দির এলাকায় দিলীপ মালিক নামে এক ব্যক্তির বাড়িতে সাপটিকে দেখা যায়। সাপটিকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
বাড়ির মধ্যে সাপ দেখতে পাওয়ার পর দিলীপ বাবুর বাড়ির সকলেই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর দিলীপবাবু বিষয়টি তার প্রতিবেশীদের জানান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে দিলীপবাবুর বাড়ির চারপাশে সাপটিকে উদ্ধার করার জন্য ঘিরে রাখে। পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরকে । খবর পেয়ে বন দফতরের দাসপুর থানার সুলতাননগর বিটের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ চন্দননগর শ্রীরামপুর মহকুমায় ১৭মে পর্যন্ত বন্ধ ইন্টারনেট
বনদফতরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, ‘সাপটিকে শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।’ সাপটি উদ্ধারের পর দীলিপবাবু ও তার পরিবারের সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে কোথা থেকে সাপটি বাড়ির ভিতরে এল তা নিয়ে ওই পরিবারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ বাবুর পরিবারের সকলেই আতঙ্কে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584