দেশের সংকটে ভবঘুরেদের পাশে দাঁড়ালেন এক পুলিশকর্মী

0
38

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গোটা পৃথিবীর এখন একটাই অসুখ, করোনা। কোভিড-১৯ এর প্রভাবে বিপর্যস্ত ভারতও। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় স্তব্ধ জনজীবন। এহেন পরিস্থিতিতে অনাহারে থাকা ভবঘুরেদের পাশে দাঁড়ালেন বাপন দাস।তিনি পেশায় পুলিশ কর্মী।

vagabond | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত বাপন বাবু। লক ডাউনের পর থেকেই তিনি খাবার দিচ্ছেন ভবঘুরেদের। প্রথমদিন শিলিগুড়িতে নিজের বাড়িতে রান্না করে শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার ভবঘুরেদের খাওয়ান ওই পুলিশকর্মী। এরপর ফেসবুকে এই কর্মসূচীর ছবি ও ভিডিও পোস্ট করে সকলকে এই কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন বাপন বাবু।

food given | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দশ দফার দাবিতে চোপড়ায় বিডিওকে ডেপুটেশন সিপিএমের

আর সেই পোস্ট দেখে ওই পুলিশকর্মীর ডাকে সাড়া দেন অনেকেই। প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরে রান্না করা খাবার জোগাড় করেন তিনি। আর তা তুলে দেন ভবঘুরেদের হাতে। এবার ছোট্ট প্রতিস্কা বিধাননগরের ভবঘুরেদের নিজে হাতে পরিবেশন করে খাওয়ালো। প্রতিস্কার বাবা বিধান নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিযুষ সিং ও মা গৃহবধূ ঝর্না সিং।

ঝর্না সিং বলেন, সোশ্যাল মিডিয়ায় বাপন বাবুর পোস্ট দেখেই তারা জানতে পারেন যে, এলাকার ভবঘুরেদের প্রতিদিন কেউ-না-কেউ খাওয়াচ্ছেন। সেই কারণে শোল মাছের ঝাল, কুমড়ো শাকের চচ্চড়ি, ভাত, ডাল রান্না করে করে খাওয়ান ওই গৃহবধূ। সঙ্গে চাটনি ও পাপড় ভাজাও দেন ভবঘুরেদের জন্য।

কবি অশোক সরকার বলেন, “আমি কোথাও দেখিনি যে প্রতিদিন বিধান নগরের বিভিন্ন বাড়ির থেকে এইভাবে খাবার বানিয়ে ভবঘুরেদের পরিবেশন করতে। ধন্যবাদ জানাই আয়োজক বাপন দাস ও তার সঙ্গে সমাজকর্মীদের। ” যতদিন লকডাউন চলবে অর্থাৎ ৩ মে পর্যন্ত এভাবেই প্রতিদিন ভবঘুরেদের খাওয়াবেন বলে জানান ওই পুলিশকর্মী। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে ভবঘুরেদের পাশে দাঁড়াতে পেরে খুশি বাপন দাস ও এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here