মনিরুল হক, কোচবিহারঃ
আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে চলেছে কোচবিহার জেলা বইমেলা। এই মেলার কথা মাথায় রেখে আগামীকাল কোচবিহার জেলাশাসক দফতরের হলঘরে বইমেলা সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। এদিন ওই সন্মেলনে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন জেলাশাসক পবন কার্ডিয়ান,অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) তথা বইমেলার কার্যকরী সভাপতি জ্যোতির্ময় তাঁতি, জেলা লাইব্রেরীর সম্পাদক শিবনাথ দে সহ দমকল আধিকারিকরা।
জানা গেছে,এবারের বইমেলায় নতুনত্ব আনতে চলেছে কোচবিহার জেলা লাইব্রেরী। শুধু তাই নয়, থাকছে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে, প্রতিদিন বিভিন্ন রকমের শিক্ষামূলক বিষয় নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃসবুজ সাথীর সাইকেল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ
এবিষয়ে কোচবিহার জেলা লাইব্রেরীর সম্পাদক শিবনাথ দে জানান, ভালবাসার মেলবন্ধনে গড়ে উঠুক এক নতুন বিস্ময় এই ভাবনার কথা মাথায় রেখে এবারের বইমেলা। পাশাপাশি সমস্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক বিষয় নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হবে। এছাড়াও এই মেলাকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584