লেবুর মধ্যে আস্ত লেবু! উদ্ভিদ বিজ্ঞানের আশ্চর্য ঘটনা

0
166

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উদ্ভিদ জগতের এক অত্যাশ্চর্য সৃষ্টির দেখা মিলল ঘাটালে। লেবুর মধ্যে আরও একটি আস্ত লেবু, উদ্ভিদ বিজ্ঞানের এই অত্যাশ্চর্য এবং বিরলতম ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল।

lemon pices | newsfront.co
এই সেই লেবু। নিজস্ব চিত্র

ঘাটালের নাটুক গ্রামে বাড়ি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েরই উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মিমোসা ঘোষ। মিমোসা ঘোষের বাড়িতেই ঘটেছে, লেবুর মধ্যে আরও একটি আস্ত লেবুর ঘটনাটি। দুপুরে ভাত খাওয়ার সময় ভাতের সাথে ঘি ও লেবু খাওয়ার চল রয়েছে অনেক বাঙালি বাড়িতেই।

আরও পড়ুনঃ বিনামূল্যে করোনা পরীক্ষার কিট দেওয়া বন্ধের নির্দেশ কেন্দ্রের, অসন্তোষ প্রকাশ রাজ্যের

doctor  | newsfront.co
ড.অমলকুমার মন্ডল। নিজস্ব চিত্র

আবার এই করোনা আবহে শুধু ভাতের সাথেই দিয়েই নয়, অনেকে লেবু জলও খাচ্ছেন বারবার। বাড়িতে লেবু কাটতে গিয়েই মিমোসা দেখেন একটি লেবুর ভেতরে আস্ত একটি লেবু। দেখে তিনি হতবাক হয়ে যান। অবাক হন বাড়ির অন্যান্য সদস্যরাও।

উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের ছাত্রী হয়েও বিষয়টি মিমোসার মনে বিস্ময়ের সৃষ্টি করে। লেবু কাটার ঘটনার কিছুক্ষণের মধ্যেই মিমোসা বিষয়টি ফোনে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক ড.অমলকুমার মন্ডলকে।

আরও পড়ুনঃ মাস্ক বিক্রি করে বাঁচতে চাইছেন পূর্ব মেদিনীপুরের পটশিল্পীরা

student | newsfront.co
ছাত্রী মিমোসা ঘোষ। নিজস্ব চিত্র

পাশাপাশি ছবিও পাঠান। উদ্ভিদবিজ্ঞানী অমলবাবু জানান, “এই উদ্ভিদে যে ফল থাকে তা হেসপেরিডিয়াম টাইপের ফলের মধ্যে পড়ে। ফলের মধ্যে খুব ছোট্ট পলিএমব্রায়োনিক বীজ দেখা যায়। এই বীজ কখনও কখনও ফলের মধ্যে আর একটি ফলের জন্ম দেয়। যদিও এই ফল বন্ধ্যাত্বযুক্ত ফল। এই ফল থেকে কোনও রকম গাছের বা বীজের সৃষ্টি হয় না।

তবে এটা ঠিক যে, উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি বিরলতম ঘটনা। এটিকে পার্শিয় পার্থেনোকার্পি বল হয়।” তিনি আরও বলেন, এর আগে পেঁপের মধ্যে পেঁপে, কাঁঠালের মধ্যে কাঁঠাল, এমনকী স্কোয়াসের মধ্যেও এমন দেখা গিয়েছিল। অমলবাবুর মতে, “এই ধরনের যে কোনও ঘটনায় বিরল। তবে লেবুর মধ্যে লেবুর ঘটনাটি বিরলতম।” উদ্ভিদবিদ্যার এই চমকপ্রদ ঘটনায় সংশ্লিষ্ট মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here