করোনা আতঙ্ক কাটিয়ে বালুরঘাটে রক কনসার্ট

0
57

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট শহর সংস্কৃতির শহর নামে পরিচিত। এই শহরে নাট্যচর্চা,নৃত্য,গীতের পাশাপাশি পুরো দমে রয়েছে ব্যান্ড কালচারও। তাই বালুরঘাটের ব্যান্ড ফ্যাটার্নিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রক ইনোভেশন নামে একটি রক কনসার্ট।

rock band | newsfront.co
রক কনসার্ট ৷ নিজস্ব চিত্র

করোনা অতিমারীর আতঙ্ক কাটিয়ে মানুষ যখন একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে তখনই বালুরঘাটের ব্যান্ড ফ্যাটার্নিটির পক্ষ থেকে বালুরঘাট মন্মথ মঞ্চে ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘রক ইনোভেশন-2.0’ ৷ সম্পূর্ণ কোভিড সতর্কতা মেনে মানুষের মনে লকডাউনের সময় থেকে করোনার কারণে যে অবসাদ চেপে বসে আছে তার থেকে বালুরঘাটের মানুষকে কিছুটা নিষ্কৃতি দিতে এই রক কনসার্টের আয়োজন করল বালুরঘাট ব্যান্ড ফ্যাটার্নিটি।

singer | newsfront.co
নিজস্ব চিত্র
audieance | newsfront.co
নিজস্ব চিত্র

এই কনসার্টে বালুরঘাট,হেমতাবাদ, রায়গঞ্জ মিলিয়ে দুই দিনাজপুরের আটটি ব্যান্ডের মোট ৪০ জন ব্যান্ডের শিল্পী অংশ গ্রহণ করছে। যার মধ্যে দুই দিন মিলিয়ে দুটি একক ও ছয়টি গ্রুপ পারফরম্যান্স হবে বলে জানা গেছে। এই রক কনসার্ট উপলক্ষে বালুরঘাটে ব্যান্ড প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ জলঙ্গিতে সৌমিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল-পথসভা

এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষে বিশাল কর্মকার জানান, প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে থাকি কিন্তু গত বছর অতিমারীর কারণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পরিনি। তাই আমরা আনলক ৫ শুরু হতেই মানুষকে একটু আনন্দ দিতে ও মানুষের মনে জমে থাকা চাপ কাটাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here