মুখ্যমন্ত্রীর তহবিলে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সাথে ত্রাণ দিল ঠিকাদার সংগঠনও

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জঙ্গল মহলের শালবনী ব্লকের মৌপাল দেশ প্রাণ বিদ্যাপীঠ। বুধবার দুপুরে বিদ্যালয়ের পক্ষে “চিফ মিনিস্টারস স্টেট এমার্জেন্সি রিলিফ ফাণ্ডে” শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের পক্ষ থেকে একান্ন হাজার একশো একান্ন (৫১,১৫১) টাকা দেওয়া হয়।

check | newsfront.co
ত্রাণ তহবিলে চেক প্রদান। নিজস্ব চিত্র

এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক,জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উত্তম কুমার অধিকারীর হাতে এই চেকটি তুলে দেওয়া হয়। যদিও বিদ্যালয়ের পক্ষে চেক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, স্টাফ কাউন্সিলের সম্পাদক অঙ্কুশ মান্না ও সহ শিক্ষক দেবব্রত সাঁতরা ।

আরও পড়ুনঃ লকডাউনে ভালো কাজের পুরস্কার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের ব্যান্ডপার্টির সদস্যদের

করোনা সংক্রমণের এই সংকটময় মুহূর্তে মৌপাল স্কুলের এই সম্মিলিত উদ্যোগে সহযোগিতা হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।এর পাশাপাশি সাহায্য করেছেন বৃত্তিমূলক শাখার শিক্ষক, ছাত্রাবাসের শিক্ষক, অতিথি শিক্ষক এবং সর্বোপরি পরিচালন সমিতি সদস্যবৃন্দগন।

তবে এদিন প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, আর্ত মানুষের সেবায় বিগত দিনেও আমরা সামর্থ্য মতো সহযোগিতা করেছি এবং বর্তমানে করোনার সংকট কালেও আমরা এভাবেই সরকার ও সমাজের পাশে থাকতে চাই । বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, কিছুটা হলেও কাজে লাগলে খুশি হব।

অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কনফেডারেশন অফ পূর্ব অ্যাণ্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কন্ট্রাক্টারস্ এসোসিয়েশনের পক্ষ থেকেও ২ লক্ষ ২২ হাজার পাঁচশো (২,২২,৫০০) টাকার একটি চেক অতিরিক্ত জেলা শাসক উত্তম অধিকারীর হাতে তুলে দেওয়া হয় ।পাশাপাশি এদিন তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সভাপতি আনন্দ গোপাল মাইতি, সম্পাদক চন্দন রায় সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here