নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সুদামগছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে এক ব্যক্তি ঢুকে গেল মহানন্দা ক্যানেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে, এদিন স্কুটিতে করে নিখিল চন্দ্র রায় নামে ওই ব্যক্তি রাজগঞ্জের পাথরঘাটা থেকে কলাগাছের দিকে যাচ্ছিল। এরপর ফাঁসিদেওয়া হয়ে ক্যানেল রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের মধ্যে ঢুকে যায়। এই দেখে তরীঘরী স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য ক্যানেলে লাফ দেয়। খবর দেন পুলিশকে।
আরও পড়ুনঃ শান্তিপুরে শ্বশুরকে প্রকাশ্যে খুন! জামাইয়ের বাড়িতে আগুন ধরাল ক্ষুব্ধ জনতা
এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত স্কুটিকে উদ্ধার করতে পারেনি। যদিও ওই ব্যক্তিকে বর্তমানে সুস্থ রয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584