বাংলাদেশের মেঘনায় ডুবল ভারত থেকে আসা পণ্যবাহী জাহাজ

0
118

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

কলকাতা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের মেঘনা নদীতে ডুবে গেছে। চাঁদপুরের হরিণাঘাটের নিকটবর্তী এলাকায় ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় জাহাজে থাকা ১৪ জন ক্রু-এর সকলেই জীবিত উদ্ধার হয়েছে।

rescue operation | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, ৫ দিন আগে ভারত থেকে পণ্য নিয়ে রওনা দিয়েছিল এমভি বাইতুল ইজ্জা-৩ নামক কার্গো ভেসেলটি। এতে আনুমানিক ৮৬০ মেট্রিক টন ফ্লাইএশ ছিলো। দুর্যোগপূর্ন আবহাওয়া ও প্রচন্ড স্রোতের কারণে নোঙরে থাকা অবস্থায় অন্য দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এই জাহাজটির তলা ফেটে ডুবতে থাকে।

Rescue | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

চাঁদপুর ও হাইমচর কোস্টগার্ড স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে জাহাজের ১৪ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে চাঁদপুর কোস্টগার্ড।

উদ্ধার ক্রুদের বরাতে কোস্টগার্ড জানিয়েছে, যাত্রা বিরতিতে জাহাজটি হরিণাঘাট এলাকায় নোঙর করেছিলো। অন্য দুটি জাহাজের ধাক্কায় তলা ফেটে দ্রুত পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ অ্যাসোসিয়েশনের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ দম্পতি, স্বামী সংকটাপন্ন

ঘটনা নিশ্চিত করে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। ইজ্জাহ-৩ জাহাজের নাবিকদের জবানবন্দি নিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় দুই নদীতে দুটি বাংলাদেশি জাহাজ ডুবে যায়। একটি মুড়িগঙ্গায় ও অন্যটি হুগলি নদীতে। ওই দুর্ঘটনায়ও কোনো হতাহত হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here