বিনপুরে ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে ভিড়

0
99

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ছয় পা বিশিষ্ট সদ্যজাত এক বাছুরকে দেখতে সকাল থেকেই মেলার মতো মানুষের ভিড় উপচে পড়লো গো মালিকের বাড়িতে । ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের বাঁদরবনী গ্রামে ।গো মালিক শেখ সাবিরুদ্দীন আলী জানান , গতকাল রাতে ৯ টার সময় তাঁর বাড়ির এক গাভী একটি বাছুর প্রসব করে ।

calf | newsfront.co
নিজস্ব চিত্র

সদ্যজাত বাছুরটিকে দেখে প্রথমে একটু অবাক হয়ে যায় পরিবারের সকলেই । তারপর ভালো করে দেখার পর দেখেন বাছুরটির পিঠে আরও দুটি পা রয়েছে । যা সাধারণত দেখা যায় না ।

peoples | newsfront.co
নিজস্ব চিত্র

এই খবর সকালে চাউর হতেই ছয় পায়ের বাছুরটিকে দেখার জন্য গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে । শুধু বাঁদরবনী গ্রামের লোক নয় পাশের গ্রাম ফুলবেড়িয়ে, বসন্তপুর , বলরামডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের লোক ভিড় করে ।

আরও পড়ুনঃ ধুলোতে নাজেহাল, ট্রাক আটকে বিক্ষোভ স্থানীয়দের

গো মালিক শেখ সাবিরুদ্দীন আলী আরও বলেন , “এই এলাকায় এই প্রথম এই প্রকার বাছুর ছানা হয়েছে । তাই সকলের দেখার আগ্রহ বিশাল । এখন থেকেই অনেকে কিনতে চাইছে কিন্তু আমি বিক্রি করতে রাজি নই ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here