নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন ব্লক ও পৌর এলাকায় প্রান্তিক মানুষের রেশন কার্ড সংক্রান্ত সমস্যাগুলি শুনে তা দ্রুত সমাধান করার জন্য ৯ ই সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ শিবিরের মাধ্যমে সেই সুযোগ সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আজ থেকে।
সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার সমস্ত ব্লক ও পৌরসভার শিবির গুলি শুভ সূচনা করা হয়।
আরও পড়ুন: ডিজিটাল রেশন কার্ড বিতরণের সূচনা পূর্ব মেদিনীপুরে
শুভ সূচনা করেন জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস।সেই সাথে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লকের বিডিও জয়ন্ত দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস,সহ সভাধিপতি তিলক চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য কনিকা মন্ডল,তাপসী মল্লিক সহ অন্যান্যরা।৯ ই সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রবিবার ও ছুটি দিন বাদের প্রত্যহ রেশন কার্ড সংক্রান্ত সকাল সাড়ে ১০ টা থেকে ৫ টা পর্যন্ত শিবিরে পরিষেবা দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584