অনুষ্ঠিত হল ‘কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ভালো থাকার উপায়’ শীর্ষক আলোচনা সভা

0
76

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে রবিবার বিকেলে গুগল্ মিটে “করোনা” আবহে “কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ভালো থাকার উপায়” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

doctor | newsfront.co
নিজস্ব চিত্র

আলোচনায় অংশগ্ৰহণ করেন মেদিনীপুর শহরের প্রখ্যাত মেডিসিন স্পেশালিস্ট তথা ডাঃ দিবাকর সামন্ত এবং মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী।

new doctor | newsfront.co
নিজস্ব চিত্র

এই আলোচনা সভার উদ্বোধন করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক, প্রাক্তন প্রধান শিক্ষক রতিকান্ত মালাকার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় সংস্থার মেদিনীপুর সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া। তিনি এই আলোচনা সভার প্রয়োজনীয়তার পাশাপাশি, বর্তমান আবহে সংস্থার বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ হর্ষবর্ধন লোধাকে অপসারণের পর ৮ শতাংশের বেশি শেয়ারপতন এমপি বিড়লার

সভায় সভাপতিত্ব করেন সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাটা। পরিচালনা করেন মিলন কুমার সরকার। উভয় ডাক্তারবাবু তাদের বক্তব্যে করোনা পরিস্থিতিতে ভালো থাকা ও প্রতিরোধের নানা উপায় নিয়ে প্রাঞ্জল ভাষায় সবিস্তারে আলোচনা করেন।মাস্ক কিভাবে ব্যবহার করা উচিৎ,সাবান,স্যানিটাইজার কিভাবে ব্যবহার করা উচিৎ,এই সময়ে কী ধরনের খাদ্য গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় ডাক্তারবাবু।

আলোচনায় শতাধিক শ্রোতা অংশ নেন। সবাইকে ধন্যবাদ জানান তপন কুমার মহাপাত্র। এই আলোচনা সভাটিকে সুসম্পন্ন করতে কারিগরি সহায়তা দেন সমন্বয় সংস্থার পক্ষে অরূপ কুমার দাস,মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here