উড়োজাহাজের চাকায় চড়ে ১১ ঘন্টা যাত্রা! এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসগামী এক কার্গো ফ্লাইটে

0
71

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

অবিশ্বাস্য হলেও সত্যি! এক ব্যক্তি অবস্থান করলেন উড়োজাহাজের চাকায় টানা ১১ ঘন্টা। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস গামী এক উড়োজাহাজে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যেতে একটি কার্গো ফ্লাইটের সময় লাগে গড়ে ১১ ঘণ্টা। এই ফ্লাইট আবার কেনিয়ার নাইরোবিতে যাত্রাবিরতি দেয়। এরপরও এক ব্যক্তি একটি উড়োজাহাজের চাকায় চড়ে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে।

Netherlands flight

বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, যিনি চাকায় চড়ে শিফোল বিমানবন্দরে পৌঁছেছেন, তিনি বেঁচে আছেন। তবে এমন ঘটনা খুবই অস্বাভাবিক। এমন লম্বা যাত্রায় চাকায় ঝুলে থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, এত উচ্চতায় অক্সিজেন কম থাকে। এছাড়া ঠান্ডাজনিত জটিলতা তো রয়েছেই।

তবে ওই ব্যক্তির নাম, পরিচয় এখনো প্রকাশ করেনি নেদারল্যান্ডসের পুলিশ। রয়াল ডাচ্‌ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, ‘উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে, তিনি জীবিত রয়েছেন। আমরা তাঁকে হাসপাতালে নিয়েছি। তাঁর অবস্থা স্থিতিশীল। জোয়ানে হেলমন্ডস আরও বলেন, এটা আসলেই মনে রাখার মতো ঘটনা যে ওই ব্যক্তি বেঁচে আছেন।

আরও পড়ুনঃ পর্নহাব সাইটের সিইও-র দাবী তাঁর প্রাসাদে কোন উগ্র ধর্মীয় সংগঠন রাগের জ্বালায় ঘটিয়েছে অগ্নিকান্ড

এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনওএসের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেড়েছে বিমানবন্দরে। এর মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছায়। তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। কার্গোলাক্স ইতালিয়ার উড়োজাহাজ ছিল এটি। ওই ব্যক্তি উড়োজাহাজের যেখানটায় চাকা থাকে, সেখানেই ছিলেন। ব্যক্তিটি দক্ষিণ আফ্রিকা থেকে, না কেনিয়া থেকে উঠেছেন, এটা নিশ্চিত হওয়া যায়নি এখনও পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here