নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মধ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের জেলায় প্রশাসনের উদ্যোগে চলছে বিভিন্ন হাসপাতাল ও নার্সিহোমগুলিতে রক্তদান শিবির। কিন্তু শিবির চললেও মিলছে পর্যপ্ত রক্ত। তাই লকডাউনের জেরে রক্ত ‘বাড়ন্ত’, মালদহ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে। অসুস্থ মায়ের জন্য রক্ত জোগাড় করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা, পেশায় শিক্ষক সুদীপ্ত দাশগুপ্ত।
উল্লেখ্য, কালিয়াগঞ্জের স্টেশনপাড়ার বাসিন্দা সত্তরোর্ধ্ব কৃষ্ণা দাশগুপ্ত দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সোশ্যাল মিডিয়ায় সে কথা ছড়াতেই রক্ত দিতে এগিয়ে এলেন পুরাতন মালদহের যাত্রাডাঙা পঞ্চায়েতের বলাতলির বাসিন্দা পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হামিদুল ইসলাম।
আরও পড়ুনঃ করোনা পরীক্ষার ভ্রাম্যমান ভ্যান চালু আলিপুরদুয়ারে
রোজার মধ্যেই বুধবার সকালে ১৫ কিমি দূর থেকে বাইকে, মালদহ ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিলেন তিনি। তবে কিডনির সমস্যায় আক্রান্ত ওই মহিলা বর্তমানে মালদহের একটি বেসরকারি নার্সিংহোমেই চিকিৎসাধীন।
যদিও এ বিষয়ে হামিদুল বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানতে পারে যে এক মহিলার চিকিৎসার জন্য এ দিন দুই ইউনিট ‘বি পজিটিভ’ রক্ত প্রয়োজন। তাই শোনা মাত্রই তাঁকে বাঁচাতে এগিয়ে এলাম। যদিও পবিত্র রমজানে সাহায্য করতে পেরে খুব ভাল লাগছে। এখন রক্তের সঙ্কট চলছে। এমন অবস্থায় আমাদেরই এগিয়ে আসতে হবে’’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584