বিরল গ্রুপের রক্ত দান করে জীবন বাঁচালেন কলেজ ছাত্রী

0
160

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

প্রসূতিকে বিরল গ্রুপের রক্ত দিয়ে জীবন বাঁচালেন এক কলেজ ছাত্রী। চাঁচলের আজাদপল্লীর বাসিন্দা সবনম সরফরাজ মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক প্রসূতিকে এ মাইনাস গ্রুপের রক্ত দিয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হন লাকি খাতুনকে নামে এক গৃহবধূ।

blood donate | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁর বাড়ি চাঁচল ২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহুরগাছি গ্রামে। স্বামী মহম্মদ ইসলামকে হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘লাকিকে অবিলম্বে রক্ত দিতে হবে।’

আরও পড়ুনঃ ভগবানপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ভারতী ঘোষ

তিনি যোগাযোগ করেন চাঁচলের পাওয়ার অফ্ হিউম্যাানিটির সদস্য সৌম্যাশ্রী সাহা ও মুস্তাকিমের সাথে। তাঁরাই সবনমকে রক্ত দেওয়ার জন্য‍ অনুরোধ করেন। সবনম না করেনি সংস্থার অনুরোধে। এদিন দুপুরে ১ ইউনিট রক্ত দিয়ে সবনম সঙ্কটজনক অবস্থা থেকে মুক্তি দেয় প্রসূতিকে। বর্তমানে তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে পাঠরত। লকডাউনে ছুটিতে বাড়িতেই ছিল সে। হাসপাতাল সূত্রে খবর, প্রসূতি এদিনই কন্যা সন্তান প্রসব করেছেন। মা-মেয়ে দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here