শ্যামল রায়,নদীয়াঃ
প্রাণের ঝুঁকি নিয়েই রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হয় নদীয়া জেলার হাঁসখালি ও কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দাদের।তারকনগর রেলস্টেশনের লেভেল ক্রসিংয়ে নেই কোনও রক্ষী অথচ এই রেলপথে একাধিক ট্রেন যাতায়াত করে থাকে। এমনকি বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ও শিয়ালদহ থেকে এই পথে বাংলাদেশ যায়। তাই এই রেলপথের গুরুত্ব অপরিসীম।স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে দুইজন ব্যক্তিকে লেভেল ক্রসিংয়ে রেখে দিয়েছে নিরাপত্তার জন্য।
লেভেল ক্রসিংয়ে বাঁশ দিয়ে ডেট বানিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের হাত থেকে রেহাই দিচ্ছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যখন দ্রুতগতিতে ট্রেন চলে আসে তখন বাস দিয়ে গেট বন্ধ করা হয় আবার ট্রেন যখন চলে যায় বাসটা খুলে দেওয়া হয় এই ভাবেই গ্রামের মানুষ চাঁদা তুলে দুই জন ব্যক্তিকে দিয়ে রেলগেট পাহারার কাজে লাগিয়েছেন।
কিন্তু এইভাবে কতদিন চলবে তাই স্থায়ীভাবে লেভেল ক্রসিংয়ে রক্ষী নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রেল দপ্তরের কাছে।
স্থানীয় বিধায়ক পঞ্চায়েত প্রধান বিডিও দপ্তরে চিঠি দিয়ে কোনরকম আশ্বাস পায়নি তারা।
তাই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে আগামী দিন আন্দোলন গড়ে তোলা হবে লেভেল ক্রসিংয়ে রেল রক্ষী নিয়োগের দাবিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584