ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

0
76

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ

ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের রাণীনগরে এক কৃষকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে  সীমান্তের জমিতে কীটনাশক দিতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক কৃষকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকের বামনাবাদ এলাকায়। ওই কৃষকের নাম সুরঞ্জন মন্ডল( ৩৯)। বুধবার সকালে বামনাবাদ বিওপি এলাকায় বিএসএফ পয়েন্টে নাম লিখিয়ে সীমান্তে নিজের জমিতে কীটনাশক দিতে যায়। তারপর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় সূত্রে  বিএসএফ-এর কাছে  খবর যায় যে সুরঞ্জন মন্ডল নামে ওই কৃষরের দেহ পাওয়া গিয়েছে তার নিজের জমিতে।

আরও পড়ুনঃ নিখোঁজ শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বের করতে রাজ্য জুড়ে DYFI-এর মিসিং ডাইরি

এরপর পরিবারের সদস্যরা সুরঞ্জন মন্ডলের দেহ সনাক্ত করলে বিএসএফ আধিকারিকরা ও রানীনগর থানার পুলিশ দেহ উদ্ধার করেন। এই ঘটনা কিভাবে ঘটল তা এখনো স্পষ্ট নয়। যদিও পরিবারের সদস্যদের দাবি সুরঞ্জন মন্ডলকে হত্যা করা হয়েছে। মৃতদেহ টি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রানিনগর থানার পুলিশ। এবং পুলিশ ইতিমধ্যেই এই মৃত্যুর  তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here