অন্য টাবুকে সঙ্গে নিয়ে সামনে এল মীরা নায়ারের ‘আ স্যুইটেবল বয়’-এর ট্রেলার

0
114

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

১৯৯৩ সালে প্রকাশিত বিক্রম শেঠ রচিত ‘আ স্যুইটেহল বয়’-এর কাহিনি অবলম্বনে মীরা নায়ারের পরিচালনায় নির্মিত হয়েছে হিন্দি ছবি ‘আ স্যুইটেবল বয়’।

A Suitable Boy | newsfront.co

সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। ট্রেলারেই তাক লাগিয়েছেন টাবু। ২৬ জুলাই বিবিসি ওয়ানে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এর আগে মীরা নায়ারের সঙ্গে ‘নেমসেক’ ছবিতে কাজ করেছেন টাবু। টাবুর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন ইশান খট্টর।

A Suitable Boy | newsfront.co

সদ্য স্বাধীন দেশের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে থাকছে চারটি পরিবারের গল্প। গল্পে রূপা মেহরা (মাহেলা কক্কর) তার তরুণী কন্যা লতার (তানিয়া মানিকতলা) জন্য সুপাত্র খুঁজতে মরিয়া। আরেকটি গল্পে রয়েছে মান কাপুর (ইশান খট্টর) ও সইদা বাঈয়ের (টাবু) অসম প্রেমকাহিনি। মানের বাবা মহেশ (রাম কাপুর) এই সম্পর্কের ঘোর বিরোধী।

Bikram Seth | newsfront.co
বিক্রম শেঠ

আরও পড়ুনঃ ট্রেলারেই বাজিমাত করল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

টাবুর সঙ্গে এই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে ইশানের। এই ছবিতে একেবারে অন্য টাবুকে দেখবেন দর্শক।
লক্ষ্ণৌ, মহেশ্বর সহ দেশের একাধিক জায়গায় হয়েছে ছবির শুটিং।

A Suitable Boy | newsfront.co
প্রচ্ছদ চিত্র

অ্যান্ডুড্র ডেভিসের চিত্রনাট্য ও মীরা নায়ার পরিচালিত এই ছবি ২৬ জুলাই থেকে দেখা যাবে বিবিসি ওয়ান প্ল্যাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here