ভস্মীভূত ১৫৬ বছরের স্মৃতিবিজড়িত মিষ্টির দোকান

0
70

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

শনিবার সকালে দাউ দাউ করে জ্বলে উঠল বারাসাতের এক ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। এদিন ভোরে হঠাৎই ওই মিষ্টির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু নিমেষের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন।

massive fire | newsfront.co
ভস্মীভূত। সংবাদ চিত্র

কয়েক মিনিটের মধ্যেই গোটা দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকলের কর্মীরা শত চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আগুনের দাবদাহে ভস্মীভূত হয়ে গেল ১৫৬ বছরের স্মৃতি। লোকমুখে শোনা যায়, বারাসাতের উপর দিয়ে কোথাও গেলে স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার ও সঙ্গীত শিল্পী কিশোর কুমারের মতো নামী ব্যক্তিত্বরা বারাসাতের এই রাধা মিষ্টান্ন ভাণ্ডারে আসতেন। শত ব্যস্ততা থাকুক, একবার দোকানের মিষ্টি না চেখে যেতেন না।

আরও পড়ুনঃ মালদহের কোয়ারেন্টাইনের অব্যবস্থা নিয়ে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

এই দোকানে তাঁরা মিষ্টিমুখ তো করতেনই পাশাপাশি দোকানের মালিকের সঙ্গে খানিক খোশগল্প করতেন, তারপর আবার গন্তব্যে রওনা দিতেন। রাধা মিষ্টান্ন ভাণ্ডার এতটাই জনপ্রিয় ছিল যে বারাসতের দক্ষিণপাড়ার মুখে সেই মিষ্টির দোকানের নামে বাসস্টপও রয়েছে। শনিবার চোখের নিমেষে সেই ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডারকে ভস্মীভূত হতে দেখে মন খারাপ হয়ে গেছে বারাসাতবাসীর। এক পলকে মুছে গেল ১৫৬ বছরের স্মৃতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here