নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম পরেশচন্দ্র চৌধুরী (৫১)। তিনি গাজোলের শংকরপুর এলাকার বাসিন্দা।
তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পরেশবাবু সাইকেল নিয়ে রাঙ্গাভিটা মোড় এলাকায় একটি পেট্রোলপাম্পের সামনে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় রায়গঞ্জ থেকে মালদহগামী একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে ইলেকট্রনিক্সের গোডাউনে চুরি রায়গঞ্জে
ঘটনাস্থলেই মৃত্যু হয় পরেশবাবুর। ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি ট্রাক সহ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584