মনিরুল হক, কোচবিহারঃ
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। একই সাথে ছাত্রছাত্রীদের থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিও জানানো হয়। শনিবার মাথাভাঙ্গার পারাডুবি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। পারাডুবি গ্রামের ছাত্রছাত্রীদের স্কুল- কলেজে যেতে ও টিউশন পড়ার জন্য মাথাভাঙ্গা ও ফালাকাটা নিয়মিত যাতায়াত করতে হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এবং ছাত্রছাত্রীদের থেকে হাফ ভাড়ার নেওয়ার দাবিতে এদিন দুপুর ১২ টা নাগাদ পারাডুবির মাথাভাঙ্গা-ফালাকাটা গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের মধ্যে ৠষিকেষ রায়, প্রবীর দত্ত, জুয়েল রায়, প্রতিমা দে, মৃন্ময় দাসরা বলেন বাস মালিকরা নিজেদের ইচ্ছে মতো বাস ভাড়া বাড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের বাস ভাড়া নিয়ে নাভিশ্বাস উঠেছে। এমনকি গাড়িতে ভাড়া দিতে গেলে চালক ও কন্ডাক্টরদের কুরুচিকর মন্তব্য শুনতে হয়। তাই আমরা আজ বাধ্য হয়ে সকল ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয়েছি । ইতিমধ্যে বাস ভাড়া নিয়ে জনসাধারণ ও ছাত্রদের সাথে বাসের চালক ও কন্ডাক্টরদের অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে নিত্যযাত্রীদের অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার করতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে হাফ ভাড়া নিতে হবে। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ছাত্রছাত্রীদের সাথে পুলিশের আলোচনার পর অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584