নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
কিছুদিন আগে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করেছিলেন মেদিনীপুরের বাসিন্দা তরুণী মনীষিতা বোস। এবার তাঁকে দেখে উৎসাহিত হয়ে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তাঁর শিক্ষিকা সুজাতা বসু। মেদিনীপুর শহরের বাসিন্দা, সুজাতা বসু মেদিনীপুর মিশন গার্লস হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা।।ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে তিনি এই কাজটি করলেন।
গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায় তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়।সুজাতা বসু এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের চৌদ্দ ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে।
সুজাতা বসু জানালেন, “আমরা মেয়েরা কতবার যে চুল কাটি আর নষ্ট করি তার ঠিক নেই,কিন্তু আমার ছাত্রী মনীষিতা বোস কিছুদিন পূর্বে এইভাবে ক্যানসার রোগীদের চুল দান করায় আমি ওর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মনস্থ করি চুল দান করার”। এ ব্যাপারে তিনি তাঁর পরিবারের সবাইকে পাশে পেয়েছেন।
আরও পড়ুনঃ জলঙ্গী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির কর্মী সভা সাগরপাড়ায়
সুজাতা বসু আরো জানান,তাঁর মাথার চুল যদি একজন ক্যানসার আক্রান্তের সাহায্যে লাগে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান।পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন,এই পূজার মরসুমে রূপচর্চার প্রয়োজনে অনেকেই নিজের চুল কেটে ফেলেন।তাঁরা যদি সেই চুলটা একটু গাইড লাইন মেনে কেটে ক্যানসার রোগীদের জন্য পাঠিয়ে দেন তবে ক্যানসার রোগীরা উপকৃত হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584