দীঘা থেকে হেঁটে পরিযায়ী শ্রমিকদের, আংশিক সুরাহা হলো শালবনীতে

0
35

নিজস্ব সংবাদদাতা,শালবনীঃ

সকাল বেলায় পথে একদল পরিযায়ী শ্রমিককে হাঁটতে দেখে শালবনীর কালীমন্দিরে এলাকার শিক্ষক তন্ময় সিংহ তারা কোথায় যাবে জানতে চায়। একটি ছয় বছরের বাচ্চা ও তার মা ছাড়াও আরও পাঁচজন ছিল ওই দলে। পরিপ্রেক্ষিতে তারা জানায় শেষ তিনদিন ধরে দীঘা থেকে হেঁটে এসেছে তারা।

migrate worker | newsfront.co
নিজস্ব চিত্র

চতুর্থ দিন সকালে তাদের রাস্তায় দেখে তন্ময় বাবু যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহের সাথে। শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ অগ্রনী হয়ে তাদের আটকান আড়াবাড়ি বনের সংলগ্ন একটি টেলিফোন কোম্পানির অফিসের সামনের, এলাকার থেকে ততক্ষণে শুকনো খাবারের ব্যবস্থা করেছেন অতনু সিংহ ও সুদীপ সিংহ।

আরও পড়ুনঃ লকডাউনকে তোয়াক্কা না করে বাজারে উপচে পড়া ভিড় হেমতাবাদে

যদিও সন্দীপ বাবু চন্দ্রকোনা রোড ফাঁড়ি, শালবনী থানাতে যোগাযোগ করেন। এমনকি এর পাশাপাশি যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও শালবনীর বিডিও সঞ্জয় মালাকারের সাথেও।
তবে পরিযায়ী শ্রমিকের এই দলটি মুর্শিদাবাদের সুতি ও ধূলিয়ান থানার বলে জানায়, তারা কোয়ারেন্টাইনের বদলে আবেদন করেন, তাদের অন্তত বর্ধমান বর্ডারের কাছাকাছি এগিয়ে দেওয়া হয়। সেই রকম সাময়িক ব্যবস্থা করে এই দলটিকে সেখানে পৌঁছে দেওয়া হয়। ওখান থেকে তাদের বাড়ির লোকেরা তাদের নিয়ে যাবে বলে জানিয়েছে তারা। এখন দেখার এই পরিযায়ী শ্রমিকরা কখন তাদের বাড়ি পৌঁছাতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here