নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক সঞ্জয় চাবরী। জানা যায় কেশপুর ব্লকের আনন্দপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় বাবু। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের বাংলার শিক্ষক তিনি।
এদিন কেশপুর ব্লকের আনন্দপুর গ্রামের ত্রিশটি দিন আনা, দিন খাওয়া পরিবারের হাতে চাল,আলু, সোয়াবিন ও মাস্ক তুলে দেন। এর সাথে গ্রামবাসীদের উদ্দেশ্যে বাড়িতে থাকার বার্তা দেন তিনি।
আরও পড়ুনঃ করোনা নিয়ে কেন্দ্র – রাজ্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেনা, বার্তা সেলিমের
আর এই মারণ ভাইরাস করোনা সংক্রমণের কারণে লকডাউনের ফলে যাঁরা বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, অথবা দোকান কর্মচারী হিসেবে কাজ করেন। তাঁরা এই পরিস্থিতিতে কাজ হারিয়ে ঘরে বসে রয়েছেন। এদিন সেইসব পরিবারের হাতে ত্রাণ তুলে দেন সঞ্জয়বাবু ।
এমনকি তাঁর এদিনের কর্মকাণ্ডে পাশে পেয়ে যান স্ত্রী সূর্যতপা চাবরী , দুই কন্যা ও এক ছাত্রকে। যদিও এ বিষয়ে সঞ্জয়বাবু বলেন, সংকট কালে আমার এই ক্ষুদ্র প্রয়াস মানুষের কিছুটা হলেও কাজে লাগলে খুশি হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584