নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন হওয়ার পর থেকেই চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ব্লকের দুর্গম অঞ্চল উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাওয়াদল, রশিদপুর মিরপাড়া সহ বিভিন্ন এলাকার দুঃস্থ বাসিন্দারা।
তাই তাঁদের অসহায়তার খবর পেতেই নৌকা করে ত্রাণ বিলি করলেন মালদহের হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের দক্ষিণ মুকুন্দপুর প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক বুলবুল খান।
জানা যায়, সারা বছরই এই এলাকার মানুষরা ফুলহর নদীর সঙ্গে ঘর করেন। বন্যা হলে বছরের চার থেকে পাঁচ মাস জলের তলায় থাকে এই গ্রাম। তাই এখানে একমাত্র যাতায়াতের মাধ্যম হল নৌকা। তাই এদিন ওই সব এলাকায় নৌকায় করে ত্রাণ নিয়ে যান এই শিক্ষক।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় তহবিলে আর্থিক অনুদান সহ দুঃস্থদের সামগ্রী বিতরণ ক্লাবের
পাশাপাশি এদিন বুলবুল বাবুর এহেন উদ্যোগের ফলে ওই এলাকার প্রায় দুশো জনের হাতে চাল, ডাল, আলু সহ অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। যদিও শিক্ষক বুলবুল বাবু জানান, এই লকডাউনের সময় তাদের এই অসহায়তার কথা ভেবেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584