নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভর সন্ধ্যায় অপহরণের শিকার হলেন এক শিক্ষক। আর এই ঘটনায় সুবিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এমনকি অপহৃত শিক্ষককে উদ্ধারের দাবিতে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। হুলুস্থুলু কাণ্ড ঘটে যায় ইসলামপুরে। পরে অবশ্য পুলিশ এসে অবরোধ তুলে নেয়।

জানা গেছে, ওই শিক্ষকের নাম শুভদীপ সরকার। বাড়ি কালিয়াগঞ্জ শহরে। ইসলামপুর থানা কলোনি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পুলিশ জানতে পেরেছে, এক ছাত্রকে প্রাইভেট পড়ানো নিয়ে অভিভাবকের সঙ্গে একটা বাদানুবাদ ঘটে। তারপর বাড়ি ফেরার পর ওই অভিভাবকের আচমকা মৃত্যু হয়।
আরও পড়ুনঃ আইনস্টাইনের উক্তিতে মোদী সরকারকে আক্রমণ রাহুলের
এর পরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকের পরিবারের সদস্য ও অন্যান্যরা। এই ঘটনার পরই শিক্ষক অপহরণের ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584