নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে সহায়হীন ভবঘুরেদের পাশে এসে দাঁড়িয়েছেন এক পুলিশকর্মী ৷ খাবার তো বটেই, এই পরিস্থিতিতে ওদের কেউ যাতে করোনায় আক্রান্ত না হন, তার দিকেও নজর রেখেছেন তিনি ৷ মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রাম এলাকার ঘটনা।
বেশ কিছুদিন ধরেই এই গ্রামে ছেঁড়া পোশাক গায়ে ঘোরাঘুরি করতে দেখা যেত তিন ভবঘুরেকে ৷ তাদের মধ্যে একজন পুরুষ, বাকি দু’জন মহিলা ছিলেন৷ এবার এই তিন জনের পাশে অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন চাঁচল মহকুমা ট্রাফিক অফিসার হারাধন দাস ৷
আরও পড়ুনঃ কথা রাখলেন অনুব্রত, বিভিন্ন ব্লকে চলল খাদ্য সামগ্রী বোঝাই ট্রাক
বুধবার তিনি ভবানীপুর ব্রিজ মোড়ে নাকা চেকিং পোস্টের দায়িত্বে ছিলেন ৷ সেখানেই আস্তানা নেওয়া এই তিন ভবঘুরেকে দেখতে পান তিনি। তাদেরকে দেখা মাত্রই সাধ্যমতো খাবারের ব্যবস্থা করেন ট্রাফিক অফিসার হারাধন বাবু। এদিন শুধু খাবারই নয়, এই তিন ভবঘুরে যাতে করোনায় আক্রান্ত না হন, তার জন্য মাস্ক ও স্যানিটাইজারেরও ব্যবস্থা করেন হারাধন বাবু। এমনকি বিধি মেনে তাঁরা সেই সামগ্রী ব্যবহার করছে কি না, পাশাপাশি সেদিকেও নজর রাখেন তিনি৷ পুলিশের এহেন কাজ দেখে আপ্লুত এলাকার স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584