পুজোয় এবার রূপঙ্করের কণ্ঠে সুদীপ্তর লেখা ‘ট্রাভেল সঙ’

0
68

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন লকডাউনের পর এখন আনলকের পর্ব শুরু হয়েছে।ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে শহর। এরই মধ্যে পুজো আসন্ন। পুজোর আগে পুজোর নতুন বাংলা গান গাইলেন রূপঙ্কর। এবার পুজোয় ট্রাভেল সঙ রেকর্ড করলেন শিল্পী। লকডাউন থেকে আনলক- মানুষের বন্দিদশা থেকে মুক্তির গান -“চলো হারাই”।

Rupankar | newsfront.co

এটি একটি ট্রাভেল সঙ। গানে গানে ঘুরে আসতে কোনও বাধা নেই। গানটি ‘দ্য ড্রিমার্স মিউজিক পি .আর এজেন্সি’র প্রথম পুজোর গান। গান লিখেছেন সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ স্বয়ং। এই প্রথম তাঁর লেখা গান পেল সুর। সুর করেছেন অরুণাভ চট্টোপাধ্যায়।

Music Album | newsfront.co

কিছুদিন আগে হওয়া ‘দ্য মিউজিক ম্যান’ প্রতিযোগিতায় অরুণাভ প্রথম হন। ভবিষ্যতের সুরকার নির্বাচনের এই উদ্যোগে শামিল ছিলেন রূপঙ্কর সহ অন্তরা চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সৌম্য দাশগুপ্ত, সিধু, নিখিল কামাত, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দে সহ আরও অনেকে।

এই অনলাইন কনটেস্টে আসা সকল প্রতিযোগীদের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নেন অরুণাভ চট্টোপাধ্যায়, কৌস্তভ রায়, ঋক বিশ্বাস, কৌস্তভ চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, নীলাজ্ঞন সাহা।

আরও পড়ুনঃ বিয়ে সারলেন মানালি-অভিমন্যু

রূপঙ্কর এর কথায়, ” অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম। গানটা শুনতে শুনতে মনে মনে ঘুরতে বেরিয়ে পড়া যায়। খুব সুন্দর গান। সুদীপ্তর প্রথম লেখা গান। ওঁর সঙ্গে অনেক কাজই আগে করেছি।অরুণাভর সুরও খুব ভালো। ওঁরই মিউজিক অ্যারেঞ্জমেন্ট।আশা করি এই ট্রাভেল সঙটা সবার ভালো লাগবে।”

আরও পড়ুনঃ ওম-তোরার নিউ ভেঞ্চার

সুদীপ্ত চন্দ জানান, “এটা আমাদের প্রথম পুজোর গান।পাহাড়ে বেড়াতে যাঁরা ভালোবাসেন, বিশেষ করে এই গানে তাঁরা পাহাড়ে ঘুরতে যাওয়ার আমেজ পাবেন।” মিউজিক ভিডিও নির্দেশনায় সৌরভ ব্যানার্জি। গানটি আগামী ১৩ অক্টোবর ‘আমারা মিউজিক’ থেকে ডিজিটালি মুক্তি পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here