কান্দিতে রাজ্য সড়কের উপরে আচমকাই গাছ পড়ল চলন্ত গাড়ির ওপর, আহত ১

0
111

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কান্দির থানার অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর গ্রামে রাজ্য সড়কের ওপর এক‌টি প্রাচীন পাকুড় গাছ হঠাৎই উপড়ে এক‌টি টাটা সুমো চাপা পড়ে। ভাগ্যের জোরে বেঁচে যায় টাটা সুমোতে থাকা দুজন শিশু সহ ছয়জন।

Accident
সুমোর ওপর পড়ে বিশাল পাকুড় গাছ। নিজস্ব চিত্র

শুক্রবার বেলা ১০ টার সময় হালকা বৃষ্টি হচ্ছিল তখন জীবন্তির লক্ষীনারায়ণ গ্রামে রাজ্য সড়কের ওপর এক‌টি প্রাচীন বয়স্ক পাকুড় গাছ ভেঙ্গে পড়ে যায়, সেই সময় কান্দি থেকে ডাক্তার দেখাতে এক‌টি টাটা সুমো যাচ্ছিল গাছটি তার ওপর পড়লে চাপা পড়ে যায় সুমোটি। তবে ভাগ্য ভালো যে গাড়িতে থাকা সকলেই বেঁচে যায়, কিন্তু আহত হয়েছে এক ৮ বছরের শিশু, নাম স্বপ্ন দীপ দত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়।

Injured child
আহত শিশু। নিজস্ব চিত্র
Eye witness
প্রতক্ষ্যদর্শী। নিজস্ব চিত্র

এই ঘটনার পর বহরমপুর থেকে শেরপুর এবং কান্দি রাজ্য সড়কের সমস্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কান্দি থানার পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষের তৎপরতায়, রাস্তার উপর থেকে গাছটি কেটে ফেলা হয়।

আরও পড়ুনঃ লকডাউনের ফলে মুর্শিদাবাদের মৃৎশিল্পীদের করুন অবস্থা, সাহায্যের আবেদন

Driver
গাড়ির ড্রাইভার। নিজস্ব চিত্র

তারপর ঘন্টা খানেকের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, ওই গাড়িটি বর্ধমানের, সালার গ্রামের অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাচ্ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here